ইতালিতে প্রথম ভ্যাকসিন পেলেন স্বাস্থ্যকর্মী

২৯ ডিসেম্বর ২০২০

ইতালিতে শুরু হয়েছে মহামারি করোনাভাইরাস ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগ। রবিবার (২৭ ডিসেম্বর) প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড-১৯ ভ্যাকসিন আসার পর তা প্রয়োগ শুরু করে ইতালি।

ইতালিয়ানরা আশা করছেন, বিশাল ভ্যাকসিন কর্মসূচি শিগগিরই করোনার বিধিনিষেধ ও লকডাউন প্রত্যাহার করে সাধারণ জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে। রবিবার রোমের লাজারো স্পালানজানি জাতীয় ইনস্টিটিউটের একজন ২৯ বছর বয়সী স্বাস্থ্যকর্মী প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরে দেশটির বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তা গ্রহণ করেন।


মন্তব্য
জেলার খবর