বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নারীদের হার

২৮ ফেব্রুয়ারী ২০২২

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো হলো না। ১০৯ রানের বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংলিশ নারীরা ৩১১ রানের বিশাল লক্ষ্য দেয়। জয়ের জন্য ব্যাট করতে নেমে ২০১ রানে থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৮১ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে।

 

টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি নিগার সুলতানা। দারুণ ছন্দে ব্যাট করে ৩১০ রান করে। ন্যাট স্কাইভার ১০৮ রান ও ৫৫ রানের ইনিংস খেলেন লরেন উইনফিল্ড-হিল।

 

বোলিংয়ে ৪৯ রান খরচে ৩ উইকেট পান নাহিদা। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন সুরাইয়া আজমিন ও রিতু মনি।

 

জয়ের জন্য পেরুতে হবে পাহাড়সম লক্ষ্য। আত্মবিশ্বাস হারিয়ে যেন খেই হারিয়ে ফেলেন নারীরা। একমাত্র শারমিন আক্তার করেন ৮১ রান। এছাড়া আর কেউ বড় স্কোর দাঁড় করাতে পারেননি। নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নারী দল থামে ২০১ রানে। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন ফ্রেয়া ডেভিস ও চার্লি ডিন।

 

২য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের। ৫ মার্চ এ ম্যাচটির মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগাররা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর