যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু

২৯ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ১১ মাসের পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রতি হাজারে একজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

গত মে পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল এক লাখ। এর ছয় মাস পরেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই লাখে। এর পরের মাত্র ১১ সপ্তাহে আরও এক লাখ মৃত্যুর সংখ্যা এই তালিকায় যোগ হয়েছে।

ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। যা মহামারি শুরুর পর যে কোনো মাসের চেয়ে অনেক বেশি। এই সময়ের মধ্যে গড়ে প্রতিদিন ২ হাজার ৫০৬ জনের মৃত্যু হয়েছে।


মন্তব্য
জেলার খবর