শুরুটা দারুণ করেছিল দুই ওপেনার। তবে উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টাইগার অধিনায়ক। প্রথম দুই ম্যাচের মতো এ ম্যাচেও নিজেকে যেন মেলে ধরতে পারলেন না। ফারুকির বলে ১১ রান করে বিদায় নেন তিনি। তামিম-লিটনের জুটি থেকে আসে ৪৩ রান।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে নেমে লিটন ছাড়া বাকীরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে কোনো মতে আফগানিস্তানকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৪৬.৫ ওভার ব্যাট করে স কটি উইকেট হারিয়ে এ রান করে তারা। সর্বোচ্চ ৮৬ রান করেন লিটন দাস।
তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ওয়ানডেতে জিতে ২-০ ব্যবধানে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। আজ আফগানদের হারাতে পারলেই প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়তে পারবে তামিম ইকবালের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ৪৬.৫ ওভারে ১৯২/১০ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, আফিফ ৫, মাহমুদউল্লাহ ২৯, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মুস্তাফিজ ১; রশিদ ১০-০-৩৭-৩, ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, আজমতউল্লাহ ৬-০-২৯-১, নবী ১০-০-২৯-২, নাইব ৫-০-২৫-০)।