করোনা: ২৪ ঘণ্টায় ২৭ রোগীর মৃত্যু

২৯ ডিসেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায়  ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন করোনা সংক্রমিত এক হাজার ৩৫৭ জন। সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত হাজার ৪৭৯ জন করোনা রোগী মারা গেছেন। পাঁচ লাখ ১০ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।  করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থতা ফিরে পেয়েছেন চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন। ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৬ দশমিক ০২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। ৭ দশমিক ৩৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং চার জন নারী।  তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনাতে একজন এবং রংপুরে একজন জন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

এমআই


মন্তব্য
জেলার খবর