দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচন সাকসেসফুল হয়েছে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সাংবাদিকদের কাছে জোর গলায় এমনটাই দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রথম ধাপে ২৪ পৌরসভার নির্বাচন হয়। ভোট চলাকালে কয়েকটি পৌরসভায় সহিংসতা ঘটার খবর পাওয়া গেছে।
আলমগীর বলেন, ভোটার উপস্থিতি অনেক বেশি। কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। ভোট চলাকালে সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সংঘটিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজনকে সরতে বলায় হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। পরে রিপ্লেসমেন্ট ইভিএমে ভোট নেওয়া হয়। ভোটে কোনো সমস্যা হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। ধামরাই পৌরসভা নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও মোবাইল কেড়ে নেওয়া প্রসঙ্গে সচিব জানান, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে এখনো আসেনি। এ বিষয়ে প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমআই