ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে বলেছেন তিনি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজধানী ঢাকায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সেখানে বাংলাদেশিদের কী অবস্থা, সেটা পোল্যান্ড ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা আপডেট দিচ্ছেন। সব বিষয়েই তারা পর্যবেক্ষণ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, বৈঠকে যুদ্ধের পক্ষে কোনো কথা বলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি আরও দু-একদিন পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এমকে