মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহবান

২৯ ডিসেম্বর ২০২০

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সোমবার (২৮ ডিসেম্বর) সংসদ ভবন এলাকায়  সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন,  শুরু থেকেই সরকার রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে। কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।  টেকনাফ-উখিয়ায় আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণপোষণ বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করেছে, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। ধারণক্ষমতার কম জায়গায় অধিক সংখ্যক মানুষ বসবাস করায় হুমকির মুখে পড়েছে সামাজিক পরিবেশ ও ভারসাম্য। দেখা দিয়েছে মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত ঘিরে পর্যটন শিল্পের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় অধিকতর সুযোগ-সুবিধা দিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।  যারা স্বেচ্ছায় যেতে চেয়েছে, কেবল তাদেরই স্থানান্তর করা হচ্ছে।  এরপরও কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাসানচরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে, যা সত্য নয়।

এমআই


মন্তব্য
জেলার খবর