মৃত্যু ৪, শনাক্ত ৮৯৭

২৮ ফেব্রুয়ারী ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে  ৪ জন করোনা রোগী মারা গেছেন। পরীক্ষায়  ৮৯৭ জনের নমুনায় রোগটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৯৭৬ জন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টার করোনা শনাক্তের হার তিন দশমিক ৬৫। করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৮৩৭টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬০৫টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৭ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ এক হাজার ৩৩৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫০।

এমকে


মন্তব্য
জেলার খবর