ইথিওপিয়ার সংকটে উদ্বিগ্ন ডব্লিউএইচও প্রধান

২৯ ডিসেম্বর ২০২০

গত এক বছর ধরে বৈশ্বিকভাবে করোনা মহামারি মোকাবিলা প্রচেষ্টায় সামনের সারিতে থেকে সমন্বয়ের কাজ করে যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

ইথিওপিয়াতে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘শুধু কোভিডই নয়, আমরা ব্যক্তিগত যন্ত্রণাও আছে। গোটা দেশের জন্য আমার চিন্তা হচ্ছে। শুধু ছোট ভাই আর আত্মীয়দের নিয়েই যে চিন্তা করছি তা নয়। পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে।

এ পরিস্থিতিতে আমি কারও পক্ষ নিচ্ছি বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। আমি জানিয়ে দিতে চাই যে শুধু একটি পক্ষেই আছি। আর তাহলো শান্তির পক্ষে।’

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর