দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ মহামারি রূপ নেয়ায় দেশটি পুনরায় ১৪ দিনের জন্য তৃতীয় স্তরের লকডাউনের ফিরে গেল। সোমবার মধ্যরাত থেকে রাষ্ট্রপতি রিসিল রামাফোসার ঘোষণা কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতি ভাষণে বলেন, আমাদের দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতালের বেড খালি নেই। আইসিইউ খালি নেই। অক্সিজেনের লাইন খালি নেই। দেশের সকল হাসপাতাল রোগী দিয়ে ভর্তি হয়ে আছে। এই মুহূর্তে আমাদের লকডাউনে ফিরে না যাওয়া ছাড়া কোনো উপায় নেই। লকডাউনে সকল আউটডোর এবং ইনডোর সমাবেশ নিষিদ্ধ থাকবে।
করোনা সংক্রমণ ঠেকাতে আমরা বাধ্য হয়ে বিক্রি, সেবন ও পরিবহন নিষিদ্ধ করছি। কারফিউ রাত ৯টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার থেকে সমস্ত সমুদ্র সৈকত, ড্যাম, নদী, লেক বন্ধ থাকবে। পাবলিক প্যালেসে মাস্ক পরিধান না করলে গ্রেফতার করে অর্থ দণ্ডে দণ্ডিত বা ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে। নাইট ক্লাব মদের বার বন্ধ থাকবে। এছাড়া অন্য সকল দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।