মন্তব্য
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করেছে নোভাভ্যাক্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানায়, নোভাভ্যাক্সের টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নির্ধারণে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।
মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভ্যাক্সের একই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা যুক্তরাজ্যে চলছে। সেখানে প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হবে।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে নোভাভ্যাক্সের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮ বছরের বেশি বয়সী প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করা হবে।
রয়টার্স ও এএফপি