চাটমোহরে ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারী ২০২২

 

এম এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):

পাবনার চাটমোহরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০তম ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) শীতকালীন এ প্রতিযোগিতার সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা ২৬ ফেব্রুয়ারি চাটমোহর সরকারি কলেজ মাঠে শুরু হয়।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ক্রিকেট,ব্যাডমিন্টন,ভলিবল ও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন পর্যায়ের বিজয়ীরা অংশ নেয়। এর আগে ইউনিয়ন ভিত্তিক এ প্রতিযোগিতায় উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩০টি মাদ্রাসা ও ৯টি কারিগরি স্কুলের বালক ও বালিকারা অংশ নেয়।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ক্রিকেটে (বালক) মহেলা উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টন (বালক) একক ও দ্বৈতে খেলায় হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ, ব্যাডমিন্টন একক (বালিকা) হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দ্বৈতে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী।

চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক চাটমোহর আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম , চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসাহক আলী ও আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর