কোয়ারেন্টাইনে থাকা শতাধিক পর্যটকের পলায়ন

২৯ ডিসেম্বর ২০২০

ব্রিটেনে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের পর সুইস স্ক্রি রিসোর্টে ভ্রমণে আসা কয়েক শতাধিক ব্রিটিশ পর্যটককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রিসোর্ট কতৃপক্ষ। কিন্তু এই বিধিনিষেধকে উপেক্ষা করে রোববার রাতে রিসোর্ট থেকে পালিয়েছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম সোনট্যাগস জাইটং ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, সুইজারল্যান্ডের ভার্বিয়ার বিলাসবহুল এই রিসোর্ট থেকে গত রোববার রাতের অন্ধকারে দুইশতাধিক পর্যটক আল্পাইন স্কি স্টেশন থেকে পালিয়ে যায়।


মন্তব্য
জেলার খবর