যুক্তরাষ্ট্রেও শনাক্ত করোনার নতুন স্ট্রেইন

৩০ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির শরীরে পাওয়া গেছে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন (স্ট্রেইন)। দেশটির কলোরাডো রাজ্যের ২০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই করোনা শনাক্ত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি তার কোনো ভ্রমণ ইতিহাসও নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার একদিনে দুই লাখ ৪৭ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ঠেকাতে দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ১৭৫ জন টিকা দেওয়া হয়েছে।

সিএনএন


মন্তব্য
জেলার খবর