তুরস্ককে করোনার ৩০ লাখ ডোজ দিচ্ছে চীন

৩০ ডিসেম্বর ২০২০

করোনা মহামারীতে আঙ্কারাকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দেবে বেইজিং।

বুধবার তুর্কি এয়ারলাইন্সে এ টিকা ইস্তানবুল বিমানবন্দরে আসবে, সেখান থেকে রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হবে। 

বুধবার বোয়িং৭৭৭ বিমানে ১৭ কন্টেইনারে এ টিকা ইস্তানবুল বিমানবন্দরে স্থানীয় সময় ছয়টার দিকে পৌঁছায়।

আনাদলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর