বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাঁধাল বাজার এলাকায় প্রায় এক ঘন্টা ধরে এ মানববন্ধন হয়। মানবন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর বাইরে এলাকাবাসীও অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমান সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, বাঁধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল ওহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ ও মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দাস প্রমুখ।
উল্লেখ্য, কলমিবুনিয়া এলাকার কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের ছেলে সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা এ ঘটনায় জড়িত। এদের মধ্যে এজাজুল মোল্লাকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা এখনও গ্রেফতার হয়নি।
অমিত পাল/এমকে