সরকারি হিসাবে সব মিলে সাড়ে সাত হাজারের বেশি করোনা রোগী মারা গেছেন বাংলাদেশে।গত ২৪ ঘণ্টার ৩০ জনসহ এ পর্যন্ত সাত হাজার ৫০৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮১ জনের। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন। ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৫ দশমিক ৯৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮টি। ৮ দশমিক ১০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহীতে একজন, খুলনায় তিন জন এবং রংপুরে একজন । ৩০ জনই হাসপাতালে মারা গেছেন।
এমআই