রোলের পরিবর্তে ইউনিক আইডি নম্বর

৩০ ডিসেম্বর ২০২০

আগামী বছর থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আর শ্রেণির রোল নম্বর থাকছে না। এর পরিবর্তে সবাইকে  দেওয়া হবে আলাদা ইউনিক আইডি নম্বর। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বই উৎসব নিয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস) বাস্তবায়নের পর প্রত্যেক শিক্ষার্থীকেই ইউনিক আইডি দেওয়া হবে । করোনার কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করেছে। ইতোমধ্যে শিক্ষাবোর্ডগুলো জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করেছে। বোর্ডগুলো সব শিক্ষার্থীর উত্তীর্ণ সদন দেবে, কিন্তু কোনও নম্বরপত্র দেওয়া হবে না। এ কারণে জেএসসি-জেডিসির সনদপত্রে জিপিএ উল্লেখ থাকবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল নিয়ে যদি কোনও শিক্ষার্থী ক্ষুব্ধ হন, তাহলে তিনি নিজ শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবেন। তবে আশা করছি রেজাল্ট নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না। ব্রিফিংকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. গোলাম ফারুক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।

এমআই

 


মন্তব্য
জেলার খবর