বেসরকারি হাসপাতালে সেবার চার্জ নির্দিষ্ট করার আহবান

৩০ ডিসেম্বর ২০২০

দেশের বেসরকারি হাসপাতালগুলোর বিভিন্ন ধরণের সেবার চার্জ নির্দিষ্ট করার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৯ ডিসেম্বর)   করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি শীর্ষক সভায় সংশ্লিষ্টদেরকে এ আহবান জানান।বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন  এ সভার আয়োজন করে।     

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, সরকারি সেবার জন্য একটি চার্জ নির্দিষ্ট করা আছে। আমি চাচ্ছি- প্রাইভেট হাসপাতালের চার্জও একসঙ্গে বসে ঠিক করে নেওয়া হোক।  সব হাসপাতালের চার্জ এক রকম হবে না। কারণ বিনিয়োগ, মান, সেবাগত পার্থক্য থাকবে। সুতরাং চার্জও ভিন্ন হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরসহ বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআই


মন্তব্য
জেলার খবর