দেশের বেসরকারি হাসপাতালগুলোর বিভিন্ন ধরণের সেবার চার্জ নির্দিষ্ট করার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি শীর্ষক সভায় সংশ্লিষ্টদেরকে এ আহবান জানান।বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সেবার জন্য একটি চার্জ নির্দিষ্ট করা আছে। আমি চাচ্ছি- প্রাইভেট হাসপাতালের চার্জও একসঙ্গে বসে ঠিক করে নেওয়া হোক। সব হাসপাতালের চার্জ এক রকম হবে না। কারণ বিনিয়োগ, মান, সেবাগত পার্থক্য থাকবে। সুতরাং চার্জও ভিন্ন হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরসহ বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআই