বন্দি আসামির হাজিরা বন্ধ রেখে মাদকের মামলার বিচার কাজ চালানোর প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।বৈঠকে এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও উচ্চ আদালতের পরামর্শ নেওয়ার কথাও বলেছে কমিটি। সংসদ ভবনে এ বৈঠক হয়।
বৈঠকে আলোচনা হয়, জামিন পেয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে মাদক ব্যবসায়ীরা। তাই জামিন না দেওয়া এবং জামিনে আসা আসামির পুনরায় মাদক ব্যবসা বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়।এ জন্য আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার কথা বলেছে কমিটি।
কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
এমআই