গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় দুই হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ রোগে ভুগে মারা গেছেন চার জন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৬জন। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ৬৮ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭০৫টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯৬৪টি। মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ দুইজন আর নারী দুইজন। বিভাগের মধ্যে ঢাকার তিনজন আর চট্টগ্রামের একজন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১১১ জন। ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৩।
এমকে