মন্তব্য
ধান-পাট-গমের ফসলি জমি নষ্ট রোধে ইউনিয়নভিত্তিক ভূমি ব্যবহারে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, অন্যান্য দেশে এই পরিকল্পনা আছে। সবাই যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না ওঠায়, এই জন্য পরিকল্পনা। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। ভূমি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে। অন্যরা সহযোগিতা করবে।
এমআই