মন্তব্য
জো বাইডেন বর্তমান প্রশাসনের মন্থর টিকা কর্মসূচির সমালোচনা করে বলেন, এই প্রশাসন টীকাদানের প্রতিশ্রূতি রাখতে পারেনি, তারা অনেকটাই পিছিয়ে রয়েছে।
দায়িত্ব নেবার প্রথম ১০০ দিনে ১০ কোটি টীকাদান বাস্তবায়ন করব। দেশের সবচাইতে প্রক্রিয়াগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব আমাকেই নিতে হবে।