নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন (ইসি) এককভাবে করতে পারে না বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, রাজনৈতিক নেতৃত্ব- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলিয়েই এটা করতে হয়। এ জন্য রাজনৈতিক নেতৃত্বকে নিজেদের মধ্যে একটা সমঝোতা সৃষ্টি করতে হবে। রাজনৈতিক দলগুলো এ সমঝোতা করতে না পারলে ‘মুরুব্বি’ হতে পারবে না ইসি। তবে সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে একটা ভালো সংসদ উপহার দেওয়ার চেষ্টার ত্রুটি বা কোনও কার্পণ্য থাকবে না তাদের। দায়িত্বপালনের প্রথম দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংবাদ সম্মেলন হয়।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের শক্তি অসীম নয়। রাজনৈতিক নেতৃত্বের যে দায়িত্বটা রয়েছে, সেটা শেয়ার না করলে নির্বাচন কমিশন এককভাবে যে কাজ করবে- সেখানে সীমাবদ্ধতা দেখা দেবে। যারা নির্বাচন করবেন, তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব কমিশনের রয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে নতুন সিইসি বলেন, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করেন। একটা চুক্তিবদ্ধ হন- নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবেন, সহিংসতা থাকবে না, কেউ কাউকে বাধা দেবে না।
এ প্রসঙ্গে হাবিবুল আউয়াল আরও বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা কমে আসে। না হলে দূরত্ব বাড়তে থাকে। রাজনৈতিক দলগুলোর কাউকে না কাউকে অহংকার ত্যাগ করে আলোচনা করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে ইসি সহযোগিতা করবে। গণতান্ত্রিক ব্যবস্থা পূনরুদ্ধারে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান সিইসি।
রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা সবাইকে নির্বাচনমুখী করতে চাই। নির্বাচনি মাঠ ছেড়ে চলে আসলে হবে না, কষ্ট হলেও মাঠে থাকবেন। জেলেনস্কি পালিয়ে যেতে পারতেন, কিন্তু পালাননি। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ভোট ভোটের নিয়মে হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে কিছুটা ক্যাওয়াজ ও ধস্তাধস্তি হয়। তবে নির্বাচনের সময় অভিযোগ পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে- এ প্রসঙ্গে কাজী আউয়াল জানান, রাজনীতিত কোনও কথাই শেষ কথা নয়। আমরা তাদের চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবো।
নতুন কমিশনের দায়িত্ব পালন প্রসঙ্গে হাবিবুল আউয়াল বলেন- আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে তার কমিশন। সাংবিধানিক শপথ অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবে। সংবাদ সম্মেলনে ইসির অন্যান্য নির্বাচন কমিশনাররা ও ইসি সচিবরা উপস্থিত ছিলেন।
এমকে