মন্তব্য
একই পরিবারের এই ১২ জন ভাইবোনের মোট বয়সের সম্মিলিত বছর এক হাজার ৪২ বছর যেখানে কনিষ্ঠ জনের বয়স ৭৫ বছর। তাদের সবাই এখনো বেঁচে আছেন।
কানাডার ডি ক্রুজ পরিবারের এই ১২ জন ভাইবোনের সম্মিলিত বয়স এক হাজার ৪২ বছরের বেশি হওয়ায় সেটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।