মন্তব্য
করোনাভাইরাস মহামারির লাগাম টেনে ধরতে টিকা বেশ আশাব্যঞ্জক। তবে ধরিত্রীকে রক্ষায় দুনিয়ার যে কোনও প্রান্তে ঝুঁকিতে থাকা সবার টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নতুন বছরে আমাদের অবশ্যই এই চ্যালেঞ্জ নিতে হবে। যে দেশগুলোর টিকা কেনার সামর্থ্য আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে না।
কোভিড-১৯ টিকার ন্যায্য বণ্টনের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটি শনাক্তের বর্ষপূর্তির এক দিন আগে এই ভিডিও বার্তা দেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
রয়টার্স