সূচকের উত্থান, কমেছে লেনদেন

০১ মার্চ ২০২২

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। সেই সঙ্গে দেখা গেছে সূচকের উত্থান। তবে আগের কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেন। পরিমাণে সেটা ১৮৬ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারদর ও সূচকের পরিস্থিতি ছিল একইরকম। তবে লেনদেন কমেছে প্রায় ৮ কোটি টাকা।  লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে দুই শেয়ারবাজারেই।

এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয় মোট ৩৭৭টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৩১৪টির, কমেছে ৩৬টির এবং বাকি ২৭টির অপরিবর্তিত ছিল। তিনটা সূচকের মধ্যে ডিএসইএক্স ৬৩ দশমিক ৩০, ডিএসইএস ৮ দশমিক ৩৩ ও ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৭৩৯ দশমিক ৪৪, ডিএসইএস এক হাজার ৪৫৩ দশমিক ৪৭ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪৮২ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হয় ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৭টির এবং বাকি ২৮টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৭৯ দশমিক ৯৯ ও সিএএসপিআই ১৪০ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে। সিএসসিএক্স ১১ হাজার ৭৮৮ দশমিক ৪৩ ও সিএএসপিআই ১৯ হাজার ৬৪১ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৮ কোটি টাকা।  লেনদেন হয় ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফাণ্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর