সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন বৈঠক

০১ মার্চ ২০২২

চলমান সংকট নিয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

 

বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছিল, তারা এ মুহূর্তে যুদ্ধবিরতি এবং রুশ সেনা প্রত্যাহার চায়। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলছেন, মস্কো এমন এক বোঝাপড়া চায়, যাতে দুই পক্ষের স্বার্থ রক্ষা হবে।

 

বৈঠক শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দেওয়ার জন্য ইইউ-কেও অনুরোধ করেন।

 

সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বেশ কয়েকজন ঊচ্চপদস্থ কর্মকর্তা থাকলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে ছিলেন না।

 

রোববার এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, এ আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানে বড় ধরনের কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না তিনি। তবে ছোট হলেও এই সুযোগকে তারা ব্যবহার করার চেষ্টা করবেন।


মন্তব্য
জেলার খবর