‘ঐক্যবদ্ধ সমাজ গড়তে আসুন একসঙ্গে কাজ করি’

০১ জানুয়ারী ২০২১

ইংরাজি নববর্ষের কয়েক ঘণ্টা আগে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঐকবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রামনাথ কোবিন্দ লিখিত বার্তায় উল্লেখ করেছেন, ‘আমাদের সবাইকে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। ভালবাসা, আদর্শবোধ ও ক্ষমার মানসিকতা নিয়ে শান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রচার করতে হবে।

প্রতিটি বছরই নতুনভাবে শুরু করার একটা সুযোগ নিয়ে আসে। আসুন এবছর আমরা ব্যক্তিগত ও সমষ্টিগত উন্নয়নের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্য এগিয়ে চলি।’

করোনা প্রসঙ্গ উত্থাপন করে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকে আরও শক্তিশালী করতে তুলতে হবে।

২০২১ সালের সূচনালগ্নে আসুন সবাই একসঙ্গে সুস্থ ও নিরাপদ থেকে দেশের উন্নয়নে সামিল হই। ভারতে ও বিদেশে বসবাসকারী আমার প্রিয় নাগরিকদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’


মন্তব্য
জেলার খবর