ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ইন্সটাগ্রামে লিখেছেন, ‘বাই বাই ২০২০। তুমি খুব কঠোর ছিলে। কিন্তু তুমি আমাদের শিখিয়েছ অনেক কিছু। শিখিয়েছ ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্যও কী করে কৃতজ্ঞ থাকতে হয়। স্বাস্থ্য, পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। তুমি আমাদের শিখিয়েছ, কীভাবে অল্পতে খুশি থাকতে হয়। আনন্দ খুঁজে নিতে শিখিয়েছ।’
সানিয়ার পোস্ট, ‘এই বছর আমরা অনেক কঠিন জিনিসের সম্মুখীন হয়েছি। তবু তুমি আমার কাছে স্পেশাল হয়েই থাকবে। মা হওয়ার পর এটাই আমার স্বপ্নের প্রত্যাবর্তনের বছর। তাই কোনো সন্দেহ নেই, ২০২০ তুমি অত্যন্ত কঠিন ছিলে। মাঝে মাঝে শত্রুতাও করেছ। কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ খুঁজে নিতে শিখিয়েছ।’
আরো লিখেন, ‘তুমি আমাদের লড়াই করতে শিখিয়েছ। দূরে থেকেও কী করে কাছে থাকতে হয় শিখিয়েছ। তোমার বিরুদ্ধে লড়ার জন্য তুমি গোটা বিশ্বকে এক হতে শিখিয়েছ। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। সবাই নিরাপদে, সুরক্ষিত থাক। হ্যাপি নিউ ইয়ার।’