ইউক্রেন ছেড়েছে ৫ লাখ মানুষ : জাতিসংঘ

০১ মার্চ ২০২২

গত বৃহস্পতিবার থেকে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের রাজধানীতে পৌঁছে গেছে রুশ সেনারা। আগামী দু এক দিনের মধ্যে ইউক্রেনকে নিরস্ত্র করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

ইউক্রেন থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানিয়েছেন।

 

সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে ২ লাখ ৮১ হাজার, হাঙ্গেরিতে ৮৪ হাজারের বেশি, মোলডোভায় ৩৬ হাজার ৪০০, রোমানিয়ায় ৩২ হাজার ৫০০ এবং স্লোভাকিয়ায় প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। খবর আল জাজিরার।


মন্তব্য
জেলার খবর