তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার বছরে পৃথিবীর প্রায় সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক হলেও বাংলাদেশ প্রায় সাড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের ধ্বণাত্মক প্রবৃদ্ধি অর্জনকারী ২২ দেশের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক অনলাইন সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শেষে বছরের শেষদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)।
তথ্যমন্ত্রী জানান, এই ২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ওপরের দিকেই। একইসঙ্গে করোনা মোকাবিলার ক্ষেত্রেও ব্লুমবার্গ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ উপমহাদেশের মধ্যে প্রথম ও বিশ্বের মধ্যে ২০তম।যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ড. হাছান বলেন, তারা বলছে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ২৮তম অর্থনীতির দেশ হবে। ২০৩৫ সাল নাগাদ হবে পৃথিবীর ২৫তম অর্থনীতির দেশ। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থান দাঁড়াবে পৃথিবীতে বহু উন্নত দেশেরও ওপরে।
এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া এবং মন্ত্রণালয়ের সংস্থা প্রধানরা সংযুক্ত ছিলেন।
এমআই
করোনাকালেও সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর অন্যতম বাংলাদেশ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার বছরে পৃথিবীর প্রায় সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক হলেও বাংলাদেশ প্রায় সাড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের ধ্বণাত্মক প্রবৃদ্ধি অর্জনকারী ২২ দেশের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক অনলাইন সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শেষে বছরের শেষদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)।
তথ্যমন্ত্রী জানান, এই ২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ওপরের দিকেই। একইসঙ্গে করোনা মোকাবিলার ক্ষেত্রেও ব্লুমবার্গ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ উপমহাদেশের মধ্যে প্রথম ও বিশ্বের মধ্যে ২০তম।যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ড. হাছান বলেন, তারা বলছে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ২৮তম অর্থনীতির দেশ হবে। ২০৩৫ সাল নাগাদ হবে পৃথিবীর ২৫তম অর্থনীতির দেশ। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থান দাঁড়াবে পৃথিবীতে বহু উন্নত দেশেরও ওপরে।
এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া এবং মন্ত্রণালয়ের সংস্থা প্রধানরা সংযুক্ত ছিলেন।
এমআই