গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের।রোগটি থেকে সুস্থতা ফিরে পেয়েছেন এক হাজার ৩৮৯ জন।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৭ হাজার ৫৫৯ জন করোনা রোগী মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৫ দশমিক ৯১ শতাংশ নমুনায়।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২০৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২৫৪টি। করোনা শনাক্ত হয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ নমুনায়। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একজন করে রয়েছেন। হাসপাতালে ২৬ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।
এমআই