জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়ালো সরকার

০১ জানুয়ারী ২০২১

আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে। রাষ্ট্রপতির আদেশক্রমে  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া সব ধরনের মোটরযানের কাগজপত্র হলনাগাদ করার এ সময় বাড়ালো সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের এই সংক্রান্ত স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরণের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের শর্ত সাপেক্ষে সুযোগ দেওয়া হলো। এই বিভাগের গত ২২ জুনের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে প্রথম দফায় ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২০ এবং দ্বিতীয় দফায় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে বিআরটিএ ।  সমিতি দুটির পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য সড়ক পরিবহন ও সেতু সচিব বরাবর আবেদন করা হয়।

এমআই


মন্তব্য
জেলার খবর