শীতে জবুথবু দেশ

০১ জানুয়ারী ২০২১

পৌষের শীতে জবুথবু হয়ে পড়েছে গোটা দেশ।দিনের শুরুতে আর মধ্যরাতের পর বেশি অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। সন্ধ্যাতেই দেশের পাঁচ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ১০ ডিগ্রির কাছাকাছি ছিল আরও ১৩ জেলার তাপমাত্রা। শ্রীমঙ্গল, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা এলাকায়  বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো ক’দিন।

প্রায় সারা দেশেই গত দুদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। ছিল কুয়াশার প্রভাব। আগামী দুই দিনও একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দশের নিচে তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২, যশোরে ৯, রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ছিল ১৪ দশমিক ১, সিলেটে ১৩ দশমিক ২, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১১ দশমিক ৫, খুলনায় ১১ দশমিক ৬ এবং বরিশালে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ অস্থায়ীভাবে  মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এমআই


মন্তব্য
জেলার খবর