মন্তব্য
নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। আরেকটি পোস্ট দিয়ে জানিয়েছেন বাবা হওয়ার সুখবর। সেখানেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।
তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’