‘২০২১ সাল সবার জন্য নিরাপদ, স্থিতিশীল এবং সুখময় হোক’

০২ জানুয়ারী ২০২১

বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২০ আমাদের সবার জন্যই ছিল ভীষণ কঠিন, ক্রিকেটের জন্যও খারাপ একটি বছর।

বছরটি ছিল শুধু টিকে থাকার, আমাদের করার মতো কিছুই ছিল না। এবার প্রার্থনা করছি ২০২১ সাল সবার জন্য নিরাপদ, স্থিতিশীল এবং সুখময় হোক। দারুণ এক বছর কাটুক। হ্যাপি নিউ ইয়ার।’

তিনি লিখেছেন, 2020 was a very tough time for all of us, also a bad year for cricket. This year was all about surviving and providing there’s nothing that we can do. Here's praying for a safer, saner, blissful 2021 for all of us. Have a great year ahead.

Happy new year!


মন্তব্য
জেলার খবর