কারাগার থেকে দাগি আসামি ছেড়ে দেবে ইউক্রেন

০১ মার্চ ২০২২

রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য ইউক্রেনের কারাগার থেকে দাগী আসামিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

 

এদিকে, ভিডিওতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “অস্ত্র ত্যাগ করো। এদেশে থেকে চলে যাও। তোমাদের কমান্ডারদের বিশ্বাস করো না। প্রোপাগান্ডা বিশ্বাস করো না। নিজের জীবন বাঁচাও।’’

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর