মন্তব্য
ভারতের চেন্নাই নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করলেন এক নারী। শুধু তাই নয়, এ কারণে গর্ভবতীও হয়ে পড়ে ১৪ বছর বয়সী ওই বালিকা। সম্প্রতি একটি হাসপাতালে সন্তানের জন্মও দিয়েছে সে। এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েকবছর আগেই অভিযুক্ত নারীর ডিভোর্স হয়েছিল। পরবর্তীতে শেখর নামে এক রং মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর মাঝে মাঝেই ওই নারীর সঙ্গে দেখা করতে আসত ওই ব্যক্তি। কিন্তু এর মাঝেই নারীর ১৪ বছর বয়সী মেয়ের ওপর কুনজর পড়ে তার।
তাকেও যৌন হেনস্তা করতে থাকে তার প্রেমিক। বিষয়টি মাকে জানালে সে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো মানিয়ে নিতে বলেন। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই বালিকা।
সংবাদ প্রতিদিন