চালসহ ১০ পণ্যের দাম বেড়েছে

০২ জানুয়ারী ২০২১

রাজধানীর খুচরা বাজারে চাল, ডাল, ভোজ্যতেল ও মুরগির মাংশসহ বেড়েছে ১০ পণ্যের দাম। পেঁয়াজ, আলু ও ডিম মিলে কমেছে ৩ পণ্যের দাম।দাম বাড়ায় অসন্তোষ বিরাজ করছে সাধারণ ক্রেতাদের মনে। দাম বৃদ্ধি ও কমার এ পরিস্থিতি শুক্রবারের (১ জানুয়ারি)। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির কারণে দাম বেড়েছে, এ কথা জানিয়েছেন বিক্রেতারা।

এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মাঝারি চাল কেজিতে বেড়েছে ২ টাকা । চালের কেজি প্রায় ৭০ টাকা ছঁই ছুঁই। মোটা চালের দাম নতুনভাবে না বাড়লেও ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। চিকন চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে।  সপ্তাহ আগে এই চালের দাম ছিল ৫৮ টাকা কেজি।  দারুচিনি ও জিরা কেজিতে বেড়েছে ৫০-৬০ টাকা। মাঝারি মানের মসুর ডাল বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি। গত সপ্তাহে মসুর ডালের দাম ছিল ৮০-৯০ টাকা। ১২০ টাকা কেজি দরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আদার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহে বিক্রি হওয়া ৩২ টাকা হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ২৮ টাকায়। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। নতুন আলুর দাম খানিকটা কমলেও  পুরনো আলুর দাম বেড়েছে। ভালো মানের দেশি পেঁয়াজ প্রতিকেজি ৪০- ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এই পেঁয়াজ গত সপ্তাহে ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর