নতুন বই বিতরণ শুরু

০২ জানুয়ারী ২০২১

সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে।ফি বছরগুলোতে উৎসব করে বই বিতরণ করা হলেও এবার করোনার কারণে সেটা করা হচ্ছে না।স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।উৎসব না হলেও নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। শুক্রবার (১ জানুয়ারি) শুরু হওয়া এ বিতরণ কার্যক্রম বেশ কয়েকদিন চলবে।

প্রতিবছর বছরের শেষ দিনটায় শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেও এবারই প্রথম ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  এ উৎসবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের মাধ্যমে  শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। ২০২১ শিক্ষাবর্ষে সর্বমোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২ খানা পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উৎসব অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে বই বিতরণ করা হবে।  অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন অনুষ্ঠানে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হবে। যেসব বিদ্যালয়ে একদিনে বই বিতরণ সম্ভব, সেখানে একদিনে এবং যেসব বিদ্যালয়ে সম্ভব নয়, সেখানে একাধিক দিনে বই বিতরণ করা হবে।

এমআই

 


মন্তব্য
জেলার খবর