মন্তব্য
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি জাপানের নারী কানে তানাকা। শনিবার তিনি ১১৮ বছর পূর্ণ করেছেন।
তানাকা ২ জানুয়ারি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফুকুয়াকায় একটি কেয়ার হোমে তার ১১৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
ওই কেয়ার হোমে তিনি বসবাস করেন।
এএইচকে নিউজ