মার্কিন নিষেধাজ্ঞায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মস্কোর অর্থায়ন নিয়ে আশঙ্কা

০১ মার্চ ২০২২

রাশিয়ার কিছু ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়নে কোনো প্রভাব পড়বে কীনা- সেটা বাংলাদেশ সরকার যাচাই করে দেখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা দাবি করেন, প্রকল্পটির অর্থায়নে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। একইসাথে কর্মকর্তারা পরিস্থিতি যাচাই করে দেখার কথা বলছেন।

 

তবে অর্থনীতিবিদরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এ প্রকল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন। তারা বলেছেন, প্রকল্পটিতে ঋণ হিসাবে অর্থের বড় অংশের যোগান দিচ্ছে রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত্ব ভিবি ব্যাংক, সেই ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ায় বিদ্যুৎ প্রকল্পটির অর্থায়ন নিয়ে আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর