মন্তব্য
ফ্রান্সে জারি করা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করে দুই হাজার ৫০০ জনের বেশি মানুষ পার্টি করেছে। এনিয়ে পুলিশ ও পার্টিতে আসা লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রিটেনির রেনেসের কাছে লেউরনে এক ওয়ারহাউজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাজ্য ও স্পেন থেকেও লোক এসে যোগ দেয়।
খুব কম সংখ্যক মানুষই সামাজিক দূরত্ব মেনে চলেছে। বহু লোক নাচার পর তাদের গাড়িতেই ঘুমিয়েছে। অনেকে জানিয়েছে তারা সেখানে রবিবার পর্যন্ত থাকার পরিকল্পনা করেছে, আবার অনেকে মঙ্গলবার পর্যন্ত থাকার আশা করছে।
এএফপি ও বিবিসি