ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ন্যান্সি

০৩ জানুয়ারী ২০২১

দুই মেয়েসহ লাইভে এসে সবাইকে নতুন ছবরের শুভেচ্ছা জানিয়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘যেহেতু আমরা করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠেছি। এখন সবারই গান শোনার মতো মানসিকতা তৈরি হয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার।’

 ন্যান্সি বলেন, ‘নতুন বছরে অনেকগুলো কাজ আসবে। এর মধ্যে অনুপম মিউজিকের ব্যানারে পুরাতন গানগুলো নতুন করে রেকর্ড করা হচ্ছে। সেখানে আপনারা আমার বেশকিছু গান গুনতে পাবেন। এছাড়া স্টুডিও জয়া ও রঙ্গন মিউজিক থেকে গান আসবে। মোটামোটি অনেকগুলো কাজ এরই মধ্যে করা হয়ে গেছে। চলমান কাজও রয়েছে এবং আরও কিছু কাজ করবো। আমার মনে হয় সারা বছরজুরে আপনার গান পাবেন।’


মন্তব্য
জেলার খবর