নতুনভাবে ভাড়া বাড়ানো হয়নি, করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের মেয়াদকালে বিদ্যমান ভাড়াতেই ৫০ শতাংশ আসনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে বাস মালিকদের। এমনটাই জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অবশ্য মালিক পক্ষের দাবি- ভাড়া বাড়ানো না হলেও অন্তত: শতভাগ আসনে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়ার । কারণ হিসেবে বলছে, না হলে তাদের লোকসানের পাশাপাশি রাজধানীতে পরিবহন সঙ্কট দেখা দিবে। যাত্রীদের দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছাবে।
করোনা রোধে আরোপিত বিধিনিষেধগুলো ১৩ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ বিধিনিষেধকালে যাত্রী পরিবহন নিয়ে বুধবার (১২ জানুয়ারি) বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে মালিক পক্ষের বৈঠক হয়। বৈঠকে ওই দাবি করা হয়। গণপরিবহনের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রতিপালন করতে হবে ১৫ জানুয়ারি থেকে । এটাও বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
এ প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে জানান, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, গত নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানো হয়েছে, তাই এখন আবার বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। কারণ ভাড়া বাড়ানো হলে যাত্রীদের ওপর বেশি চাপ তৈরি হবে।
এমকে