মন্তব্য
দীর্ঘদিন পর টাইগাররা আন্তর্জাতিক সার্কিটে ফেরায় উচ্ছ্বসিত পেসার তাসকিন আহমেদ। সুযোগ পেলে দলে অবদান রেখে ভক্তদের জয় উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্পিড স্টার। নতুন বছরে যেন ক্রিকেটাররা সুস্থ ও ফিট থাকতে পারেন- সেজন্য দোয়াও চেয়েছেন তাসকিন।
তাসকিন বলেন, অনেকদিন পরে সামনে আমাদের আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যেন সবাই ভালো কিছু করতে পারি। আল্লাহ তায়ালা যদি আমাদের সুযোগ করে দেন তাহলে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।