ভারতের পেঁয়াজ আসা শুরু

০৩ জানুয়ারী ২০২১

সাড়ে তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ আসা শুরু হয়েছে। দেশটির সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দেশের আমদানিকারকরা আনছে এই পেঁয়াজ। এদিকে পেঁয়াজ আমদানি পনুরায় শুরু হওয়ায় বন্দরটিতে কর্মরত শ্রমিক ও পেঁয়াজ ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা বেড়েছে।পাশাপাশি দেশি পেঁয়াজের বাজারে এর প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বিকালে ১৯টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।স্থানীয় আমদানিকারক বাবু এন্ট্রারপ্রাইজ এই পেঁয়াজ আমদানি করে। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য নির্ধারণ করা নেই। বর্তমানে প্রতি টন পেঁয়াজ প্রকারভেদে ২৫০ থেকে ২৭৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করতে হচ্ছে। ফলে এ পেঁয়াজের দাম দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সমান মূল্য দাঁড়াচ্ছে। বর্তমান মূল্যে পেঁয়াজ খুব বেশি আমদানি হবে বলে মনে হয় না।

তারা জানান, গত ২৮  ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।এই সিদ্ধান্তের পর বন্দরের আমদানিকারকরা পেঁয়াজের এলসি খুলেছেন।সেই এলসির বিপরীতে শনিবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।এতে দেশের বাজারে পেঁয়াজের দামের ওপর কিছুটা প্রভাব পড়বে।

এমআই


মন্তব্য
জেলার খবর