সড়ক, নৌ ও রেল মিলে তিন পথে গত ডিসেম্বরে সংঘটিত দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৫০০ জনের। আহত হয়েছেন আরও ৫১৩ জন। দুর্ঘটনার সংখ্যা ছিল ৪১৯টি। এই কথা বলছে রোড সেফটি ফাউন্ডেশন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক্স গণমাধ্যমের মাধ্যমে এ তথ্য পেয়েছে সংগঠনটি।
রোববার (৩ জানুয়ারি) এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংগঠনটি। সংগঠনটি বলছে, ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জন নিহত ও ৫১৩ জন আহত হয়েছে। আর পাঁচটি নৌ-দুর্ঘটনায় ১৭ জন ও ১২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭৬ জন নারী ও ৫১ জন শিশু রয়েছে। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ১২৪টি জাতীয় মহাসড়কে, ১২৯টি আঞ্চলিক সড়কে, ১০৪টি গ্রামীণ সড়কে, ৪২টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে (ফেরিঘাট, নদীর তীর) তিনটি সংঘটিত হয়েছে।
দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদেরকে পরামর্শও দিয়েছে সংগঠনটি। বলছে, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে. বিআরটিএ-এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্বরাস্তা তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
এমআই